• ব্যবসায়ীর টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার দুই
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমের বাসিন্দা এক ব্যবসায়ীকে ঘিরে ধরে তাঁর মোবাইল ফোন ও আট হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জোড়াসাঁকো এলাকায়। ঘটনার তদন্তে নেমে জোড়াসাঁকো থানার পুলিস দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সৌরভ হাজরা ও সাদ্দাম হোসেন। বাকি তিন অভিযুক্তের খোঁজ চলছে। শুক্রবার ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হলে বিচারক হিমাদ্রিকুমার নাথ তাদের ১০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, ওই বস্ত্র ব্যবসায়ী থাকেন অসমে। তিনি মাঝে মধ্যেই ব্যবসার কাজে কলকাতায় আসতেন। কয়েকদিন আগে তিনি জোড়াসাঁকো এলাকার একটি হোটেলে এসে ওঠেন। ধৃতরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত। সেই সূত্রে অভিযুক্তদের মধ্যে একজন ফোন করে তাঁকে হোটেলের বাইরে আসতে বলে। তিনি বাইরে আসা মাত্রই তাঁকে ঘিরে ধরে অভিযুক্তরা মোবাইল ফোন ও পকেটে থাকা আট হাজার টাকা কেড়ে নেয় বলে অভিযোগ। ওই ব্যবসায়ী এরপর জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের পুলিস হেফাজতে রাখার আর্জি মঞ্জুর করেন। যদিও ধৃতদের আইনজীবী বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। 
  • Link to this news (বর্তমান)