• নিউ আলিপুরের বহুতলে আগুন, জানালার কাচ ভেঙে জখম ওসি
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম হলেন নিউ আলিপুর থানার ওসি। তাঁর নাম অলোক সরকার। তাঁর মাথা ও ভ্রু মিলিয়ে সাতটি সেলাই পড়েছে বলেই দমকল ও পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টা নাগাদ আচমকা আগুন লাগে নিউ আলিপুরের এস এন রায় রোডের একটি বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলেই প্রাথমিকভাবে অনুমান দমকলের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও চলে আসে। কিন্তু, পকেট ফায়ার নেভানোর সময়ই বিপত্তি ঘটে। পুলিস সূত্রে খবর, হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে পকেট ফায়ার নেভাতে সচেষ্ট ছিলেন দমকল কর্মীরা। তখনই জলের চাপে ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে পড়ে। কাচের টুকরো এদিক-ওদিক ছিটকে যায়। ঘটনাস্থলে ওই কাচের জানালার কাছেই ছিলেন নিউ আলিপুর থানার ওসি অলোক সরকার। কাচের টুকরো তাঁর মাথায় আঘাত করে। গল গল করে রক্ত বের হতে থাকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তাঁর ক্ষত গভীর ছিল। যার জেরে মাথায় পাঁচটি ও ভ্রু’তে দুটি সেলাই পড়েছে। 
  • Link to this news (বর্তমান)