ঘাড়-পিঠ-কোমরের ব্যথা কমাতে এন আর এস হাসপাতালে অভিনব কর্মশালা
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৃতদেহই চিকিৎসকদের প্রথম শিক্ষক। তাই শুক্রবার মৃতদেহ বা চিকিৎসকশাস্ত্রের ভাষায় ‘ক্যাডাভার’দের অভিনব উপায়ে সম্মান জানালেন বিশিষ্ট চিকিৎসকরা। এক কর্মশালায় মৃতদেহে বিশেষ পদ্ধতি ব্যবহার করে চিকিৎসার অনুশীলন করলেন রাজ্য, দেশ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোসার্জনরা। এন আর এস মেডিক্যাল কলেজে মেডিক্যাল এডুকেশন ডে সেলিব্রেশন কমিটি এবং আরও দুই সংস্থা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। সেখানে এই ধরনের পদ্ধতি দেখানো হয়। উদ্দেশ্য ছিল, ঘাড়, পিঠ, কোমরের অসহনীয় ব্যথা কমানো বা নির্মূল করা। বিশেষভাবে অ্যানাসথেসিয়া ইঞ্জেকশন প্রয়োগ করে এবং স্নায়ু উদ্দীপিত করার পদ্ধতি প্রয়োগ করা হয়। এদিন কর্মশালা চলাকালীন এন আর এস’য়ের অ্যানাটমি বিভাগের শব ব্যবচ্ছেদের ঘরটির নাম দেওয়া হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত নিউরোসার্জন ডাঃ ভিঙ্কো সি ডোলেঙ্কের নামে। হাসপাতালের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডাঃ অভিজিৎ ভক্ত বলেন, এদিন চিকিৎসকদের চাঁদের হাটে আমরা ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম।