নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলায় একটি ফ্ল্যাটে মধুচক্রের আসরে নাবালিকাকে যৌন নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে মধুচক্রের আসরে আসা এক যুবককে গ্রেপ্তার করেছে তিলজলা থানা। তার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহ ও মারধরের অভিযোগ আনা হয়েছে। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তিলজলায় ওই ফ্ল্যাটে মধুচক্রের আসর বসিয়েছিল স্থানীয় এক ব্যক্তি। সেখানে মহিলাদের সঙ্গে হাজির ছিল ওই কিশোরী। অভিযুক্ত যুবক ওই মধুচক্রের আসরে আসে। অভিযোগ, সেখানে এসেই ওই কিশোরীর শরীর স্পর্শ করে। কিশোরী বাধা দিলে তাকে মারধর করে অভিযুক্ত। জোর করে তাকে যৌন নিগ্রহ করে। সেখানে থাকা অন্যরা এতে বাধা দেন। তাঁরাই পুলিসে খবর দিলে থানার অফিসাররা ঘটনাস্থলে আসে।