• দেড় কোটি টাকার প্রতারণা: নাসিক থেকে গ্রেপ্তার এক
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড় কোটি টাকার প্রতারণা ও জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা শুক্রবার মহারাষ্ট্রের নাসিক থেকে একজনকে গ্রেপ্তার করেছেন। ধৃতের নাম যোগেশ সূর্যবংশী। এই নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল লালবাজার। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। 

     কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, চলতি বছরের ৭ জানুয়ারি কলকাতার এক বেসরকারি সংস্থার ডিরেক্টর হেমন্ত খেমকা পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী তাঁর ছবি ব্যবহার করে প্রথমে হোয়াটসঅ্যাপে একটি ফেক অ্যাকাউন্ট খোলে। তারপর সেই হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টর পরিচয় দিয়ে সংস্থার অ্যাকাউন্ট্যান্টকে ১.৫৫ কোটি টাকা চারটি ভিন্ন ভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে নির্দেশ দেন। 

    সরল বিশ্বাসে ওই অ্যাকাউন্ট্যান্ট ওই পাঠিয়ে দেন সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। এরপর বিষয়টি ডিরেক্টর হেমন্ত খেমকার নজরে আসে। তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গুরুতর হওয়ায় মামলার তদন্তভার পার্ক স্ট্রিট থানার হাত থেকে লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। 

    প্রাথমিক তদন্ত শেষে এই মামলায় লালবাজার প্রথমে জাবির আলি, অমিত চাবন, বিসানজয় কুমারকে গ্রেপ্তার করে। এরপর অমিত চাবনের জবানবন্দির ভিত্তিতে লালবাজারের গোয়েন্দাদের হাতে যোগেশের নাম উঠে আসে। শুক্রবার সকালে নাসিক থেকে অভিযুক্ত যোগেশ সূর্যবংশীকে গ্রেপ্তার করেছে লালবাজার। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার জন্য ধৃতকে এদিন নাসিক আদালতে তোলা হয়েছিল বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)