পোস্তায় এসি মেশিন থেকে তামার তার চুরি, গ্রেপ্তার এক
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি শেক্সপিয়র সরণি থানা এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম থেকে তামার তার চুরির অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতে এবার পোস্তার কালীকৃষ্ণ টেগোর স্ট্রিটের একটি বেসরকারি অফিস থেকে এসি মেশিনের তামার তার চুরির ঘটনা ঘটে। পুলিস এই ঘটনায় বৃহস্পতিবার মহর্ষি দেবেন্দ্র রোড থেকে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মহম্মদ আয়ান। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত তাকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেয়।