ভারতকে নিয়ে সুর নরম করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমি সব সময়ে মোদীর বন্ধু থাকব। তিনি মহান প্রধানমন্ত্রী।’ ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মোদী। তিনি লেখেন, ‘ট্রাম্পের আবেগ এবং আমাদের সম্পর্ক নিয়ে তাঁর ইতিবাচক মন্তব্যকে স্বাগত জানাচ্ছি। ভারত এবং আমেরিকার মধ্যে ইতিবাচক পার্টনারশিপ রয়েছে।’
চলতি মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় জেনারেল ডিবেট বা বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে ২৭ সেপ্টেম্বর এই কর্মসূচিতে ভারতের বক্তব্য তুলে ধরবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর এই কর্মসূচি রয়েছে। প্রথমে বক্তব্য রাখবে ব্রাজ়িল। এর পরেই আমেরিকা। ট্রাম্প বিশ্বের উদ্দেশে বার্তা দেবেন ২৩ সেপ্টেম্বর।
‘ব্রিকস’ নেতাদের ভার্চুয়াল সামিটে ভারতের হয়ে যোগ দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ট্রাম্পের আরোপিত ট্যারিফ কী ভাবে সামলানো যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে এ দিনের বৈঠকে।
মুম্বইয়ে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে— শুক্রবার এই গুজবে শোরগোল পড়ে গিয়েছিল। জারি হয় হাই অ্যালার্টও। এ বার সেই ঘটনায় উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির ফোন এবং সিম কার্ডও। তাকে নয়ডা থেকে মুম্বইয়ে আনা হয়েছে।
হঠাৎই সুর নরম হলো ডোনাল্ড ট্রাম্পের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। দাবি করলেন, ভারত এবং আমেরিকা মধ্যে ‘অত্যন্ত বিশেষ সম্পর্ক’ রয়েছে। নির্দিষ্ট বিষয় নিয়ে দ্বিমত থাকলেও মোদী সবসময় বন্ধু থাকবেন, দাবি করেছেন ট্রাম্প।
মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।