আজকাল ওয়েবডেস্ক: একজন জনপ্রিয় তামিল ইউটিউবার মদন গৌরি। তিনি সম্প্রতি দুবাই বিমানবন্দরে তাঁর মোবাইল ফোন হারিয়ে ফেলেন। কিন্তু পরবর্তীতে আশ্চর্যজনকভাবে সেই ফোন আবার চেন্নাইয়ে ফিরে পান। তাঁর এই অভিজ্ঞতা তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেন। একইসঙ্গে এর জন্য দুবাই পুলিশ ও এমিরেটস এয়ারলাইনসকে আন্তরিক ধন্যবাদ জানান।
ভিডিওতে মদন গৌরি জানান, আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে তিনি তাঁর মোবাইল ফোনটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হারান। এরপর একপ্রকার ঝামেলায় পড়ে এই বিষয়টি তিনি এমিরেটসের কর্মীদের জানান। তাঁরা তাঁকে ফোনের বিস্তারিত তথ্য ইমেইলের মাধ্যমে পাঠাতে বলেন। এরপর তিনি পুনরায় ভারতে তাঁর শহরে ফিরে আসেন। তিনি চেন্নাই ফিরে আসার পর আচমকা একটি ইমেইল পান। তাতে জানানো হয় তাঁর মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। খবর অনুযায়ী, এরপর দুবাই পুলিশ ফোনটি পরবর্তী ফ্লাইটে বিনামূল্যে চেন্নাই পাঠিয়ে দেয়।
এই ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই দুবাই শহরের নিরাপত্তা এবং সেবার মানের প্রশংসা করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে একজন মন্তব্য করে বলেন, 'বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ।' আরেকজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, 'আমি একবার আমার ল্যাপটপ ব্যাগ টি ৩ টার্মিনালে হারিয়ে ফেলি। দুবাই থেকে চেন্নাই যাওয়ার পথে এটি ঘটে। আমি একটি অভিযোগ ইমেইলে করি এবং তিন দিনের মধ্যে চেন্নাই বিমানবন্দর থেকে ব্যাগটি সংগ্রহ করতে পারি। দুবাই বিমানবন্দর এবং এমিরেটসের সেবার মান অতুলনীয়।'
অন্য আরেকজন বলেন, 'দুবাইয়ের গর্বিত বাসিন্দা।' কেউ কেউ লেখেন, 'এটাই দুবাইয়ের সবচেয়ে ভালো দিক। দুবাইতে চিন্তার কিছু নেই- যদি কিছু হারিয়ে যায়, দুবাই পুলিশ সেটা ফিরিয়ে দেবে।'
গত বছর লেইলা আফশোনকার নামের এক ইনফ্লুয়েন্সার শহরের নিরাপত্তা যাচাই করার জন্য একটি মজার পরীক্ষা করেন। তিনি কিছু সোনার গয়না একটি পার্ক করা গাড়ির উপরে রেখে দেখেন, কেউ সেটা তুলে নেয় কি না। অদ্ভুতভাবে কেউ গয়নার দিকে তাকিয়েও দেখেনি। এমনকী এক যুবতী একটি পড়ে থাকা গয়না কুড়িয়ে সেটি গাড়ির উপরেই রেখে দেন।
ভিডিওতে লেইলা বলেন, 'আধা ঘণ্টা হয়ে গিয়েছে, কিন্তু কেউ গয়নাগুলো স্পর্শও করেনি। এখন বলো, দুবাই কি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ না?'