আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। সঙ্গে ভ্যাপসা গরমও রয়েছে। শুক্রবার তো অসহ্যনীয় ছিল গরম। নিম্নচাপ সরে যাওয়ায় দুর্যোগ কিছুটা কমেছে। তবে বৃষ্টি কিন্তু থামেনি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মূলত উত্তরবঙ্গেই রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব–মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই আপাতত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। সঙ্গে গরম এবং অস্বস্তিও আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পরিমাণ সপ্তাহান্তে কমতে পারে।
শনিবার ও রবিবার কলকাতা–সহ দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্র বৃষ্টি নাও হতে পারে। এই দু’দিনের জন্য বড় কোনও অ্যালার্ট জারি হয়নি। তাই সপ্তাহান্তে কেনাকাটা বা উৎসবের পরিকল্পনায় বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। তবে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা সপ্তাহান্তে স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দুই দিন পর কিছুটা নামবে পারদ। সমতলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাহাড় সংলগ্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা।
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবারও বজায় থাকবে এই সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি, যার পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে তেমন সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
প্রসঙ্গত, আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শেষ মুহূর্তের তোড়জোড় চলছে প্যান্ডেলে প্যান্ডেলে। কিন্তু তার মধ্যেও বাঙালির মনে ভয় বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে না তো দুর্গাপুজো? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ পুজোর সময়ে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না হাওয়া অফিস।
পুজোর বাকি আর মাত্র ২১ দিন। তার আগে একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি থামছেই না বাংলায়। আর তাই স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে পুজো উদ্যোক্তাদের।