শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ
আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ। মৃতের নাম দীপশিখা গোস্বামী (২৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের ৫ তলার বন্ধ ঘর থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার সন্ধেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, ওই মহিলা একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ফ্ল্যাটে একাই থাকতেন। পরিবার বলতে এক দিদি রয়েছে। তাঁর উত্তর পাড়ায় বিয়ে হয়েছে। বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সন্ধেয় স্থানীয়রা ওই ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। শ্রীরামপুর থানার পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু তা ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য ঘটনাস্থলে যান। তিনি জানান, ওই যুবতী একাই থাকতেন। গত মঙ্গলবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গির খোঁজ নিতে এই আবাসনে এসেছিলেন। তখন দরজা ধাক্কা দিয়ে ওনার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শুক্রবার আবাসনের অন্য বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। যুবতীর দিদিকেও ডাকা হয়। তাঁর সামনেই দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি বাথরুমের মধ্যে পড়েছিল। পুলিশকে বলব বিষয়টি যথাযথভাবে তদন্ত করতে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে যুবতীর মা–বাবা নেই। সকালে বেরিয়ে রাতে ফিরে আসতেন বলেই জানিয়েছেন স্থানীয়রা। কীভাবে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ তাঁকে খুন করেছেন নাকি, যুবতী আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে কয়েকদিন যুবতীকে দেখা না গেলেও তাঁর দিদি খোঁজ নেননি কেন? এছাড়াও তদন্তকারীদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার সমাধান হলেই মৃত্যুর কিনার হবে বলে আশাবাদী পুলিশ।