• রাস্তায় আবর্জনা ফেললে এক লাখ টাকা জরিমানা হতে পারে! নাগরিকদের সচেতন হতে বার্তা রাজ্যের পুর দফতরের
    আনন্দবাজার | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • যত্রতত্র আবর্জনা ফেললে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে সে ক্ষেত্রে! নাগরিকদের সচেতন হওয়ার বার্তা দিতে গিয়ে এই মর্মেই জায়গায় জায়গায় হোর্ডিং লাগাল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

    ইতিমধ্যেই পুরুলিয়া শহর জুড়ে অন্তত ২৫টি জায়গায় এ রকম হোর্ডিং লাগানো হয়েছে। তাতে লেখা, ‘‘এখানে আবর্জনা ফেলবেন না। অন্যথা ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে।’’

    পুরুলিয়া পুরসভা সূত্রে খবর, শহরের রাস্তাঘাট তেমন পরিষ্কার নয়। প্রায় প্রতি দিন নিয়ম করে পুরসভা রাস্তা সাফাই করলেও, শহরবাসীর সচেতনতার অভাবে ফের রাস্তার ধারে জমে আবর্জনার স্তূপ। প্রতিটি ওয়ার্ডেই পরিবারপিছু আবর্জনা ফেলার পাত্র দেওয়া হয়েছে। প্রতি দিন নির্দিষ্ট সময়ে পুরসভার গাড়িও যায় ওয়ার্ডে ওয়ার্ডে। কিন্তু তার পরেও অবস্থা বদলায়নি। নাগরিকদের হুঁশ ফেরানো যায়নি লাগাতার প্রচার চালিয়েও। তাই এ বার কড়া পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন।

    পুরুলিয়া পুরসভার উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ দাগা বলেন, ‘‘পুরসভার তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও শহরের এক শ্রেণির মানুষ এখনও সচেতন নন। ফল, সব্জি ব্যবসায়ীরাও যত্রতত্র আবর্জনা ফেলে দেন। এই ধরনের জরিমানা ধার্য করা হলে মানুষ ভয়ে নিয়ম মানবে। আমরা আশা করব, এই জরিমানা ধার্য করার প্রয়োজন পড়বে না।’’
  • Link to this news (আনন্দবাজার)