কাল রাতের আকাশে উঠবে রক্তাভ চাঁদ, কলকাতায় ঠিক কখন দেখা যাবে?
আজ তক | ০৬ সেপ্টেম্বর ২০২৫
ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা অপেক্ষা করছেন বছরের অন্যতম মহাজাগতিক ঘটনার জন্য। আগামী ৭ সেপ্টেম্বর রাতের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা জনপ্রিয়ভাবে 'ব্লাড মুন' নামে পরিচিত।
ব্লাড মুন কীভাবে তৈরি হয়?
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সরাসরি সূর্য ও পূর্ণিমার চাঁদের মাঝখানে চলে আসে। ফলে পৃথিবীর গাঢ় ছায়া বা Umbra চাঁদকে সম্পূর্ণ ঢেকে দেয়। তবে চাঁদ অন্ধকারে হারিয়ে যায় না, বরং পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসরিত হয়ে চাঁদের গায়ে লালচে আভা তৈরি করে। এই ঘটনাকে বলা হয় Rayleigh Scattering, যা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর কারণও।
চন্দ্রগ্রহণের সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী)
ছায়া পড়া শুরু: ৭ সেপ্টেম্বর রাত ৯:৫৭ মিনিট
পূর্ণগ্রাস (পূর্ণতা পর্ব): রাত ১১:০০ মিনিট থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২:২৩ মিনিট
গ্রহণের সমাপ্তি: রাত ১:২৭ মিনিট
পূর্ণগ্রাসের মোট সময়কাল: ১ ঘন্টা ২৩ মিনিট
ভারতে দৃশ্যমানতা
আবহাওয়া পরিষ্কার থাকলে ভারতের প্রায় সব প্রান্ত থেকেই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। শহরের কোলাহল ও আলো থেকে দূরে, অন্ধকার কোনো স্থানে বসে এই অভিজ্ঞতা সবচেয়ে ভালোভাবে উপভোগ করা সম্ভব।
কীভাবে দেখবেন?
চন্দ্রগ্রহণ উপভোগ করতে টেলিস্কোপ বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এটি দেখা যাবে। তবে দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন এবং লালচে আভা আরও পরিষ্কারভাবে ধরা পড়বে।
স্টারগেজারদের জন্য বিশেষ সুযোগ
এটি সাম্প্রতিক বছরের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণগুলির মধ্যে একটি। ১ ঘণ্টা ২৩ মিনিট ধরে চাঁদের রূপালী আলো বদলে গিয়ে লালচে আভায় আলোকিত হবে রাতের আকাশ। ফলে জ্যোতির্বিজ্ঞানী, আকাশপ্রেমী এবং আলোকচিত্রশিল্পীদের জন্য এটি এক অমূল্য সুযোগ।