• স্ট্রোকে জমাট বাঁধা রক্তের অস্ত্রোপচারে দেশীয় যন্ত্রের ব্যবহার
    আনন্দবাজার | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • মস্তিষ্কের বড় শিরায় জমাট বাঁধা রক্তের অস্ত্রোপচারে এ বার ব্যবহৃত হবে দেশীয় যন্ত্র। দিল্লি এমস-সহ দেশের মোট আটটি হাসপাতালে স্ট্রোকের চিকিৎসায় ওই যন্ত্রের পরীক্ষামূলক প্রয়োগের পরে তা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন ‘ক্লিনিক্যাল ট্রায়াল’-এ অংশ নেওয়া শহরের একটি বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকেরা।

    প্রায় এক বছর ধরে ‘গ্রাসরুট ট্রায়াল’ নামক ওই পরীক্ষামূলক প্রয়োগে পূর্বাঞ্চলে একমাত্র অংশ নিয়েছিল সিএমআরআই হাসপাতাল। সেখানকার স্নায়ুরোগ চিকিৎসক দীপ দাশ জানাচ্ছেন, মস্তিষ্কের ভিতরের বড় শিরায় রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হন রোগী। সাধারণত ২৫ থেকে ৩০ শতাংশ ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। আর ৬০ থেকে ৮০ শতাংশ রোগী বেঁচে থাকলেও পক্ষাঘাতে আক্রান্ত হন। দীপ আরও জানাচ্ছেন, বড় শিরার ক্ষেত্রে রক্ত গলানোর (থ্রম্বোলাইসিস) ওষুধ কাজ করে না। তখন মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে হয়। অর্থাৎ, শিরার ভিতর থেকে অস্ত্রোপচার করে রক্তের পিণ্ড বার করতে হয়।

    দীপের কথায়, ‘‘অস্ত্রোপচারে বিদেশি যে স্টেন্ট রিট্রিভার-ডিভাইস ব্যবহার করা হয়, সেটির দাম প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। দেশীয় যন্ত্রটিতে নিম্ন মধ্যবিত্তের অনেক উপকার হবে।’’ প্রায় এক বছর ধরে আটটি হাসপাতালের মোট ৪২ জন রোগীর অস্ত্রোপচারে ওই যন্ত্র ব্যবহার করা হয়েছে। যন্ত্রটির কার্যকারিতা ও সুরক্ষা বিষয়ক রিপোর্ট খতিয়ে দেখেছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। তার পরেই বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র মিলছে।

    চিকিৎসকেরা জানাচ্ছেন, পরীক্ষামূলক প্রয়োগের জন্য যন্ত্রটি বিদেশে তৈরি হলেও, আগামী দু’মাসের মধ্যে ওই প্রযুক্তি ব্যবহার করে দেশীয় সংস্থা সেটি তৈরির কাজ শুরু করবে। তাতে দেশের বাজারে প্রায় ৫০ শতাংশ কম দামে ওই যন্ত্রটি মিলবে। পরবর্তী সময়ে সেটির দাম এক লক্ষের নীচে আনারও লক্ষ্য রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)