সপ্তাহান্তে শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? একনজরে আজকের আবহাওয়া
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ শেষে শহরের আকাশে চলবে মেঘ রোদ্দুরের খেলা। আজ, শনিবার সপ্তাহান্তে আকাশ যে একেবারে নির্মল থাকবে, এমন পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দপ্তর। বরং আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি।গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০০০.১ মিলিমিটার। কিন্তু, বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি জারি ছিল। সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ৭০ শতাংশ রেকর্ড হয়েছে। যার জেরে ঘেমে নেয়ে কাহিল হতে হয়েছে আমজনতাকে।