‘বই বাজার’! প্রতি মাসে প্রান্তিক পড়ুয়াদের হাতে উচ্চশিক্ষার বই তুলে দেবেন শিলিগুড়ির শিক্ষকেরা
আনন্দবাজার | ০৬ সেপ্টেম্বর ২০২৫
সরকারি স্কুলে সরকারি পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু অভাবী পরিবারের যে সকল পড়ুয়া উঁচু শ্রেণিতে পড়ে, তাদের রেফারেন্স বই পেতে সমস্যা হয়। তাদের অনেকেই এমন অভিযোগ করে। এ বার তাদের হাতে বই বাজারের মাধ্যমে বিনামূল্যে বই তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিলিগুড়ির ফকদই বাড়ি এলাকায় শিক্ষক দিবসের দিনে এই কর্মসূচির সূচনা হয়।
দু’টি স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগ নিয়েছে। এ বার থেকে প্রতি মাসেই এই বই দেওয়ার কর্মসূচি চলবে। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অনেক সময়ই রেফারেন্স বইয়ের জন্য সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও সমস্যা হয়। তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। উদ্যোক্তারা জানিয়েছেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শুধু নয়, ডাক্তারি বা সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রেও এই বই বাজার সাহায্য করবে।
পড়ুয়া মমতা বর্মন বলেন, ‘‘আমার মা অষ্টম শ্রেণি পর্যন্তই পড়তে পেরেছে। আর্থিক অভাবে আর পড়তে পারেনি। তবে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতকে উজ্জ্বল করবে৷’’ নীলনলিনী বিদ্যামন্দিরের শিক্ষিকা রাজরূপা মুখার্জি বলেন, ‘‘উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীদের রেফারেন্স বইয়ের অভাব হয়। সেই চাহিদাটাই আমরা পূরণ করতে চেষ্টা করছি।’’