আসন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের শূন্যপদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে এসএসসি। তারা জানায়, মোট শূন্যপদ ৩৫,৭২৬টি। মাধ্যমিক (নবম-দশম) স্তরে ২৩,২১২টি এবং উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) স্তরে ১২,৫১৪টি পদ ফাঁকা। তালিকায় বিষয়, জাতি ও লিঙ্গভিত্তিক শূন্যপদের উল্লেখ আছে। মাধ্যমিক স্তরে সব থেকে বেশি পদ ফাঁকা ভৌতবিজ্ঞানে। উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানে শূন্যপদ সর্বাধিক। ৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও ১৪ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী রবিবার নবম-দশমের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৯,০০০ জন। মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা হবে। দেহ তল্লাশির জন্য পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষার্থীরা স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। জলের বোতল আনলে সেই বোতল স্বচ্ছ হতে হবে। কলমও হতে হবে স্বচ্ছ। অ্যাডমিট কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি যে ফোল্ডারে নিয়ে আসবেন, তা-ও স্বচ্ছ হতে হবে। বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসন সতর্ক।