• আমি অভিষেকের লোক’, ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি! পার্ক স্ট্রিটের হোটেল থেকে গ্রেফতার
    আনন্দবাজার | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ। চাইলেই বিধানসভা ভোটে লড়ার সুযোগ করে দেবেন। এমনই প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজি করছিলেন এক ব্যক্তি। অভিষেকের অফিস থেকেই এমন অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নাজমুল শেখ। তিনি অভিষেকের নাম করে টাকা তুলছেন, এমন একটি অভিযোগ জমা পড়ে শেক্সপিয়র সরণি থানায়। অভিযোগকারীর দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নাম করে ২০২৬ সালের বিধানসভার প্রার্থিপদ পাইয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি টাকা তুলেছেন। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন বা চেয়েছেন, তাঁদের তৃণমলের টিকিট পাইয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তৃণমূল নেতৃত্বের কানে এই অভিযোগ পৌঁছোয়। সেখান থেকে পুলিশে অভিযোগ করা হয়। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে হানা দেয় পুলিশ। অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করা হয়।

    তৃণমূলের একটি সূত্রের খবর, এক নেতাকেই প্রার্থিপদের টোপ দিয়েছিলেন নাজমুল। তিনিই বিষয়টি অভিষেকের অফিসের নজরে আনেন। এর পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে নাজমুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে একটি হোটেলে যেতে বলা হয়েছিল। সেখানে আলোচনা হবে বলে জানানো হয়। জালে ধরা দেন অভিযুক্ত।

    তিনি সংশ্লিষ্ট হোটেলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই সাদা পোশাকে পুলিশ পৌঁছে যায় সেখানে। গ্রেফতার হন নাজমুল। তাঁর সঙ্গে আরও কেউ এই প্রতারণাচক্রে জড়িত কি না, খোঁজ নিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)