অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। আগামী ৭২ ঘণ্টা চূড়ান্ত ঘর্মাক্ত প্যাচপ্যাচে পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। দুদিন কার্যত ড্রাই স্পেলের পর পরশু সোমবার এবং পরের দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা বাড়বে।
পুজোর আবহাওয়ার আপডেট:
অন্যদিকে, বিশ্বকর্মা পুজোর পরের দিন ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর জেরে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের ওপরের দিকের ৫ জেলায়। পশ্চিমাঞ্চল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
পুজোর কেনাকাটার আদর্শ সময়:
নির্বিঘ্নে পুজোর কেনাকাটা সারতে বেছে নিন ৭ থেকে ১০ সেপ্টেম্বর অথবা ১২ থেকে ১৭ সেপ্টেম্বরের সময়কাল। ১১ সেপ্টেম্বর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে কেনাকাটা এবং যাতায়াতে আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে অনুমান।
পুজোর ভিলেন বৃষ্টি:
উত্তরবঙ্গের আপডেট:
উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহার বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার আপডেট:
কলকাতায় আজ মাঝেমধ্যে রৌদ্রোজ্জ্বল আকাশ। মাঝে মধ্যে আংশিক ভাবে মেঘের আনাগোনা। তবে আহামরি বৃষ্টির সম্ভবনা নেই। উল্টে জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়া এবং ক্রমবর্ধমান তাপমাত্রার জেরে আজ বেলা বাড়লে টিপিক্যাল ভাদ্র মাসের গলদঘর্ম পরিস্থিতি তৈরি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা গড়ে ১ ডিগ্রি করে বাড়তে চলেছে আজ। বাতাসে ভোরের দিকে জলীয় বাষ্পের পরিমান ৭০ শতাংশ। বেলা বাড়লে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনো বৃষ্টি হয়নি।