• ভাবনায় বৌদ্ধিক ছোঁয়া, থাইল্যান্ডের পথে অগ্রণী
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • দুর্গাপুজো এলেই বদলে যায় শিল্পনগরীর মেজাজ। তার সঙ্গে যুক্ত হয়েছে হালফিলের 'থিম'। অবস্থার সঙ্গে মানিয়ে নিয়ে তরতর করে এগিয়ে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। এখানে হাতে গোনা যে কয়েকটি বড় বাজেটের পুজো রয়েছে, তাদের অন্যতম অগ্রণী।

    একটা সময়ে রং-তুলিতে নানা ধরনের দৃশ্য ফুটে উঠত মণ্ডপে। এখন এসেছে থিমের পুজো। অগ্রণী সেখানেও এগিয়ে। গত কয়েক বছর ধরে পাল্টে গিয়েছে মণ্ডপ তৈরির ভাবনা। বদলেছে তার আঙ্গিক। দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ মিলেছে অনেক সম্মান এবং পুরস্কার।

    এ বার অগ্রণী চোখ ঘুরিয়েছে বৌদ্ধিক ভাবনার দিকে। ৫৮ বছরে তাদের মণ্ডপে ফুটে উঠবে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অরুণ টেম্পল, যা পরিচিত 'টেম্পল অফ ডন' নামেও। জাঁকজমকে হয়েছে খুঁটিপুজো। এখন ক্লাবের পাশের মাঠে বড় আকারের মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে। বাঁশ এবং বাটাম দিয়ে মণ্ডপের কাঠামো তৈরির কাজ শেষ। এ বার শুরু হয়েছে তার ভিতর এবং বাইরের সাজসজ্জার কাজ। থাইল্যান্ডের চাও ফ্রায় নদীর পাশে রয়েছে অরুণ মন্দির।

    বৌদ্ধ দেবতা অরুণের নামে সেই মন্দির। মূল মন্দিরের গম্বুজের পাশে রয়েছে আরও দু'টি গম্বুজ। উদ্যোক্তাদের দাবি, শিল্পনগরীতে নেমে আসতে চলেছে 'অরুণ টেম্পল'। সে কথা জানানো হয় খুঁটিপুজোর দিনেই। সেই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। ক্লাবের সদস্য দেবব্রত কেশ বলছিলেন, 'গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের পুজোর উদ্বোধন করেছেন। এ বারও তেমন কিছু হতে পারে।'
  • Link to this news (এই সময়)