• ৪০০ কেজি RDX দিয়ে মু্ম্বই উড়িয়ে দেওয়ার হুমকি, নয়ডা থেকে গ্রেপ্তার ১
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • গোটা মুম্বইয়ে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে— শুক্রবার এমন খবর আসতেই ছড়ায় ব্যাপক আতঙ্ক। জারি হয় হাই অ্যালার্ট। হুমকির ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পুলিশের জালে অভিযুক্ত। মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে মেসেজ করে গোটা মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অশ্বিনী। তিনি বিহারের বাসিন্দা, তবে গত পাঁচ বছর ধরে নয়ডায় বসবাস করছিলেন। অভিযুক্তকে নয়ডার সেক্টর-১১৩ থেকে গ্রেপ্তার করা হয় এবং মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    প্রসঙ্গত, অনন্ত চতুর্দশীতে মুম্বই পুলিশের কাছে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়েছিল, গোটা শহরে ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ছড়িয়ে পড়েছে ৩৪ জন মানব বোমা। তাঁরা ৩৪টি আলাদা গাড়িতে আছে। এই হামলায় এক কোটি মানুষের মৃত্যু হবে বলে দাবি করা হয়েছিল।

    ওই মেসেজের প্রেরক নিজেকে লস্কর-ই-জিহাদি সংগঠনের সদস্য বলে দাবি করেছিল। শুক্রবার এই হুমকি বার্তা পাওয়ার পরই গোটা মুম্বইয়ের নিরাপত্তা বাড়ানো হয়। চলে জোরদার নাকা-চেকিং। যদিও তাতে কিছুই মেলেনি বলে খবর।

    নয়ডা থেকে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে জেরা করে এই হুমকি বার্তার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। সত্যিই তাঁর সঙ্গে লস্কর-ই-জিহাদি সংগঠনের কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)