• ১০টায় পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে, কী কী নিয়ে প্রবেশ করা যাবে? কখন মিলবে প্রশ্নপত্র? জবাব দিল SSC
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তা নির্বিঘ্নে শেষ করা এখন স্কুল সার্ভিস কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রথম থেকেই আঁটঘাট বেঁধে ময়দানে নেমেছে স্কুল সার্ভিস কমিশন(SSC)। শনিবার পরীক্ষার আগে সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জরুরি বিষয়গুলি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।  

    রবিবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ এবং পরের রবিবার ১৪ সেপ্টেম্বর হবে একাদশ–দ্বাদশের পরীক্ষা। সে দিন এই সংখ্যাটা প্রায়  ২ লক্ষ ৪৬ হাজার, এ দিন জানায় কমিশন। 

    শনিবার সাংবাদিক বৈঠকে এসএসসি-র তরফে জানানো হয়, প্রাথমিক ভাবে অ্যাডমিটে উপস্থিতির সময় ১১টা নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে নিরাপত্তার ব্যবস্থা থাকবে বিস্তর। সেই কারণে ১০টার সময়ে পরীক্ষাকেন্দ্রে সমস্ত পরীক্ষার্থীকে উপস্থিত হতে হবে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে এবং তা চলবে দেড় ঘণ্টা ধরে। বিশেষ ভাবে সক্ষমদের অতিরিক্ত ৩০ মিনিট সময়ও দেওয়া হয়েছে। আগামিকাল (রবিবার) এই পরীক্ষার জন্য ৬৩৬টি সেন্টার করা হয়েছে। 

    একজন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল সঙ্গে নিতে পারবেন।  কারও  পেন যদি স্বচ্ছ না হয়, সে ক্ষেত্রে তা কোনও ভাবেই নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি করে স্বচ্ছ পেনের ব্যবস্থা কমিশনের পক্ষ থেকেই করা হয়েছে। 

    স্কুল সার্ভিস কমিশনের তরফে কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে একটি সুরক্ষার স্তর থাকবে। প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিকিউরিটি ফিচার। যদি কোনও ভাবে প্রাথমিক সুরক্ষা বলয় ভেদ করে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে তা ফাঁস করতে চায়, সে ক্ষেত্রে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলা হচ্ছে, তা জানতে পারবে কমিশন। কোনও পরীক্ষার্থী যদি মূল্যবান কোনও জিনিস (যেমন সোনার আংটি বা এই ধরনের কিছু) সঙ্গে আনেন সেক্ষেত্রে তা রাখার জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। টোকেনের মাধ্যমে তা রাখা হবে এবং পরীক্ষার্থী পরীক্ষা শেষ হলে তা সংগ্রহ করতে পারবেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের জন্য ১ জন পর্যবেক্ষক মোতায়েন থাকবেন। অ্যাডমিট কার্ডে বার কোড স্ক্যানার থাকবে। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কি না, তা জানা যাবে ওই কোড থেকে। 

    এসএসসি-র চেয়ারম্যান আরও জানান, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে সমস্ত ভ্যেনুতে।  ১১টা ৪৫ মিনিট নাগাদ একটি সিল প্যাকেট পাবেন। সেখান থেকে পরীক্ষার্থী প্রশ্ন পুস্তিকা এবং ওএমআর পাবেন। ওই ১৫ মিনিটে পরীক্ষার্থী শুধুমাত্র নিজেদের রোল নম্বর বা অন্যান্য পরিচিতি লিখবেন। ১ থেকে ৫ নম্বর জায়গা উত্তরপত্রে ফিল আপ করার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে পরীক্ষার্থীকে। তা ঠিক মতো ফিল আপ না করা হলে বাতিল হয়ে যাবে উত্তরপত্রটি। ১২টার সময়ে শুরু হবে পরীক্ষা।

  • Link to this news (এই সময়)