‘১০ মে যুদ্ধ শেষ হয়নি’, অপারেশন সিঁদুরের কয়েক মাস পরে নয়া তথ্য সামনে আনলেন সেনাপ্রধান
আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের সেনাবাহিনীর নয়া ইতিহাস ঘিরে প্রকাশিত হয়েছে এক গুরুত্বপূর্ণ গ্রন্থ। শুক্রবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী উন্মোচন করলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ঢিলন রচিত বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়া’স ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’। বই প্রকাশের মঞ্চ থেকে সেনাপ্রধান বলেন, এই গ্রন্থে তুলে ধরা হয়েছে রাজনৈতিক স্বচ্ছতা, সেনাদের দেওয়া ‘সম্পূর্ণ স্বাধীনতা’-র ব্যাখ্যা, এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য নির্দিষ্ট রাজনৈতিক-সামরিক লক্ষ্য নির্ধারণের দিকগুলি। গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা ৭ মে ভোরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। প্রায় চার দিন ধরে চলে সংঘর্ষ।
পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণও হয়, কিন্তু ভারতীয় বাহিনীর পাল্টা পদক্ষেপে শেষমেশ ১০ মে সন্ধ্যায় দুই দেশ আলোচনার পর সামরিক অভিযান থামে। জেনারেল দ্বিবেদী বলেন, ‘অনেকে মনে করেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আসলে এর পরেও বহু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা প্রকাশ্যে বলা সম্ভব নয়।’ তিনি আরও জানান, বইটিতে এমন সব দিক আলোচিত হয়েছে যা সাধারণত সামরিক বাহিনীর সদস্যরা প্রকাশ্যে বলতে পারেন না। জেনারেল দ্বিবেদীর কথায়, ‘এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতীয় সেনার সাহস, পেশাদারিত্ব এবং অদম্য মানসিকতার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য।’ তিনি আরও যোগ করেন, লেফটেন্যান্ট জেনারেল ঢিলন অত্যন্ত সুস্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষায় ঘটনাগুলি তুলে ধরেছেন।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে কৌশলগত পরিকল্পনা, সেনাদের কার্যকর ভূমিকা, এমনকি তিন বাহিনীর সমন্বিত অভিযান, সবই এই বইয়ে বর্ণনা করা হয়েছে। সেনাপ্রধান অপারেশন সিঁদুরকে আখ্যা দেন ভারতের নতুন নীতির প্রতীক হিসেবে। সেখানে সীমান্তের ওপারে সন্ত্রাসবাদ মোকাবিলায় স্পষ্ট কৌশল, জাতীয় ঐক্য এবং ‘ক্যালিব্রেটেড’ সামরিক পদক্ষেপ নেওয়া হয়। জেনারেল দ্বিবেদী বলেন, ‘ওই ৮৮ ঘণ্টার মধ্যে পুরো সেনা যেন এক ছন্দবদ্ধ তরঙ্গের মতো কাজ করেছিল। সবাই জানত তার দায়িত্ব কী, আর সবাই সমন্বিতভাবে এগিয়েছে।’ সেনাপ্রধানের মতে, এই বই শুধু একটি সামরিক ইতিহাস নয়, বরং ভবিষ্যতের অনেকের জন্য শিক্ষা। গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী।
সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, প্রত্যাঘাতে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে ভারতীয় বাহিনী, যা লোটারিং অ্যামুনিশন নামেও পরিচিত। সেনার পক্ষ থেকে জানা যায়, ভাওয়ালপুর, মুরিদকে, গুলপুর, কোটলিতে হামলা চালায় ভারতীয় সেনা। দেশের প্রধানমন্ত্রী রাতভর এই প্রত্যাঘাত পর্যবেক্ষণ করেন। অপারেশন সিঁদুরের পরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং ভারতের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানান।