• পাঞ্জাব সীমান্তে বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ১১০ কিমি কাঁটাতারের বেড়া, প্লাবিত বিএসএফ পোস্ট ও গ্রাম
    আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  পাঞ্জাব ও জম্মু সীমান্তে ভয়াবহ বন্যা আন্তর্জাতিক সীমান্তের চেহারাই পাল্টে দিয়েছে। শূন্য রেখার কাছে প্রায় ১১০ কিলোমিটার কাঁটাতারের বেড়া ডুবে গেছে বা ভেঙে পড়েছে। পাশাপাশি বিএসএফ-এর প্রায় ৯০টি পোস্ট ও সীমান্ত চেক পোস্ট  প্লাবিত হয়েছে। ফলে সীমান্তের ভৌগোলিক নিরাপত্তা যেমন বিপন্ন, তেমনি চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

    সূত্রের খবর অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বেড়ার মধ্যে প্রায় ৮০ কিমি পড়েছে পাঞ্জাব সেক্টরে এবং বাকি ৩০ কিমি জম্মু অঞ্চলে। অমৃতসর, গুরুদাসপুর, তারন তারন, ফিরোজপুর, ফাজিলকা ও পাঠানকোট জেলায় বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। শুধু বেড়াই নয়, বিএসএফ-এর প্রায় ৬৫টি পোস্ট পাঞ্জাবে এবং ২০টি পোস্ট জম্মু এলাকায় তলিয়ে গেছে। অমৃতসর জেলার শাহজাদা গ্রামে কামালপুর বিএসএফ পোস্টে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন। কর্তারপুর করিডর সংলগ্ন পোস্টও প্লাবিত হওয়ায় বিএসএফ সদস্যরা আশ্রয় নিয়েছেন গুরুদ্বার দরবার সাহিবে।

    সীমান্তের দুই প্রান্তেই বিপর্যয় বলে জানা যাচ্ছে। রাভি নদীর জল উভয়পাশে ঢুকে পড়ায় পাকিস্তান রেঞ্জার্সও অনেক অগ্রবর্তী পোস্ট ছাড়তে বাধ্য হয়েছে। এতে ফরোয়ার্ড ডিফেন্স পয়েন্ট ও উচ্চভূমিতে থাকা পর্যবেক্ষণ পোস্ট অচল হয়ে গেছে। বিএসএফ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বেড়া ও পোস্ট মেরামতের কাজ শুরু করেছে। এদিকে জলমগ্ন এলাকায় নজরদারি চালাতে মোটরবোট, ড্রোন ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জল  নামতে শুরু করেছে এবং অচিরেই বাহিনী নিয়মিত দায়িত্বে ফিরবে।

    সাতলেজ নদীর জলে হুসেনিওয়ালা যৌথ চেক পোস্ট ডুবে গেছে। এর ফলে জনপ্রিয় ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। চেক পোস্টে যাতায়াতের রাস্তারও ব্যাপক ক্ষতি হয়েছে। এইদিকে পাচারচক্রের সক্রিয়তাও বেড়ে গেছে বন্যাকে কাজে লাগিয়ে। বন্যার সুযোগ নিয়ে মাদক পাচারকারীরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেও বিএসএফ গত দশ দিনে একাধিক প্রচেষ্টা ব্যর্থ করেছে এবং বিপুল হেরোইন উদ্ধার করেছে। হাজরাসিংহ ওয়ালা গ্রামের এক যুবককে গ্রেপ্তার  করা হয়েছে, যিনি সাঁতরে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিলেন।

    স্থানীয় গ্রামগুলোতে ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়েছে। বহু পরিবার বিদ্যালয়, গুরুদ্বার ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। গবাদি পশু ভেসে যাওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যেও বিএসএফ উদ্ধারকাজে নেমেছে। স্পিডবোটে আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই ত্রাণকার্যে এক জওয়ান জম্মুতে প্রাণ হারিয়েছেন। সীমান্তে এই ভয়াবহ বন্যা একদিকে নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, অন্যদিকে হাজারো সীমান্তবাসীর জীবনে এনেছে অকল্পনীয় দুর্ভোগ।
  • Link to this news (আজকাল)