• বিজয় মালিয়া-নীরব মোদিদের অচিরেই ভারতে ফেরানো হবে? তিহাড় জেল পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল...
    আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ! দেশ ছেড়ে পলাতক তিন অভিযুক্ত প্রতারক। তবে বিদেশে বহাল তবিয়াতের রয়েছেন বিজয় মালিয়া এবং নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীরা। এদের ভারতে ফেরানোর ক্ষেত্রে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এসবের মধ্যেই ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) একটি প্রতিনিধিদল দিল্লিতে এসে তিহার জেল পরিদর্শন করেন। অপরাধীদের থাকার ব্যবস্থা কেমন, সেই দেখতেই সিপিসি-র প্রতিনিধিদল ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

    তাহলে কী অচিরেই বিজয় মালিয়া, নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীদের মতো পলাতকদের প্রত্যর্পণ ঘটবে? ব্রিটেন থেকে এই তিন পলাতককে তিহাড় জেলে রাখা হবে? তাই নিয়ে কৌতুহল বেড়েছে।

    সরকারি সূত্রে খবর, গত জুলাই মাসে ব্রিটেন থেকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পাঁচ সদস্যের একটি দল এসে তিহার জেল পরিদর্শন করেছিলেন। কারণ, প্রত্যর্পণের আইন অনুযায়ী প্রতিনিধিদল ব্রিটিশ আদালতে একটি রিপোর্ট জমা দেবে। তাতে তিহার জেলে বন্দিদের রাখার নিরাপদ ও সুবন্দোবস্ত আছে কিনা, তার উল্লেখ থাকতে হবে। 

    এর আগে ব্রিটিশ আদালত তিহার জেলের দুরবস্থা দেখে ওই তিন পলাতকের, ভারতে প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল। ব্রিটিশ আদালতের উদ্বেগের প্রেক্ষিতে ভারত সরকার জানিয়েছে যে, তিহার জেলে জেরার নামে কোনও বন্দিকে মারধর করা হবে না। 

    সরকারি সূত্রে জানা গিয়েছে যে, সিপিএস দল এসে তিহারের সবথেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া ওয়ার্ড পরিদর্শন করেছিল। জেল কর্তৃপক্ষ সিপিএস প্রতিনিধিদের জানিয়েছে, প্রয়োজন পড়লে জেলের ভিতরেই একটি আলাদা কুঠুরি তৈরি করা হবে। সেখানেই হাইপ্রোফাইল বন্দি- বিজয় মালিয়া, নীরব মোদি, সঞ্জয় ভাণ্ডারীদের সুরক্ষিতভাবে রাখা হবে।

    সিপিএস-এর এই সফরের ফলাফল তাৎপর্যপূর্ণ, কারণ ভারতে বর্তমানে বিশ্বব্যাপী ১৭৮টি প্রত্যর্পণের অনুরোধ বিচারাধীন রয়েছে, যার মধ্যে প্রায় ২০টি ব্রিটেনে আটকে আছে।

    ব্রিটেন থেকে চাওয়া পলাতকদের তালিকায় কেবল বিজয় মালিয়া এবং নীরব মোদিই নয়, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি এবং বেশ কয়েকজন খালিস্তানি নেতাও রয়েছেন। এই যৌথ প্রচেষ্টা দীর্ঘমেয়াদী মামলাগুলি সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)