টিকিট দেখতে চেয়েছিলেন, মুখ লক্ষ্য করে উড়ে এল গরম গরম সেই জিনিস, চেকারের চিৎকারে বারুইপুরে হুলুস্থুল...
আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে সফররত এক মহিলা যাত্রীকে টিকিট দেখাতে বলায় চেকারের মুখে গরম ঘুগনি ছুঁড়ে দিলেন এক যাত্রী। অভিযুক্ত যাত্রী নিজেও একজন মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। অভিযুক্ত যাত্রী সাইদা বিবিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে আহত টিকিট পরীক্ষক পূজা কুমারীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে বারুইপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ বারুইপুর লোকাল। ওই ট্রেনের মহিলা কামরায় সফর করছিলেন অভিযুক্ত ওই যাত্রী। তাঁর সঙ্গে ছিলেন তাঁর এক সঙ্গী।
তিনি ও তাঁর স্ত্রী দুজনে ঘুগনি খাচ্ছিলেন। চেকার পূজা কুমারী একে একে টিকিট পরীক্ষার পর সাইদা বিবির কাছে গিয়ে তাঁর টিকিট দেখতে চান। অভিযোগ, টিকিট দেখানোর কথা বলতেই সাইদা আপত্তি করেন এবং বলেন পরে দেখাবেন। চেকার তাঁকে ফের টিকিট দেখাতে বলেন। কিন্তু সাইদা বিবি তাঁর বক্তব্যে অনড় থাকায় দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এরপর আচমকাই সাইদা বিবি ওই টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে দেন। ঘটনায় হতচকিত হয়ে পড়েন পূজা কুমারী। ঘুগনি এসে লাগে তাঁর চোখ ও মুখে। শুরু হয় জ্বালা ও যন্ত্রনা। যন্ত্রনায় আর্তনাদ করে ওঠেন ওই টিকিট চেকার। সেই অবস্থায় তিনি ওই যাত্রীকে ধরে তাঁকে নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েন।
আশেপাশে থাকা আরপিএফ জওয়ানরা চলে আসেন ঘটনাস্থলে। তাঁরা এসে ঘিরে ফেলেন। এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। শেষপর্যন্ত রেল পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে অভিযুক্ত সুভাষগ্রাম-এর বাসিন্দা। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত বৈধ টিকিট থাকলেও বারুইপুর আসার কোনো টিকিট ছিল না। ওই কামরায় অন্য যাত্রীদের অভিযোগ, ট্রেনে উঠেই সিট দখল নিয়ে সাইদা অন্য যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি করেছিলেন। এরপর টিকিট চেকার টিকিট দেখতে চাইলে তাঁর সঙ্গেও এই আচরণ করেন। এই ঘটনায় বারুইপুর রেল পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত বলেন, তিনি ভুল করে এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছেন। আর কোনোদিন করবেন না। কিন্তু তাঁর শাস্তির দাবিতে অনড় আহত ওই টিকিট পরীক্ষক ও সহযাত্রীরা।
উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদা ডিভিশনে টিকিট পরীক্ষার ওপর কড়াকড়ি শুরু হয়েছে। সম্প্রতি, এক টিকিট পরীক্ষা অভিযানের মাধ্যমে রেলের মোট রাজস্ব আদায় হয় ২,২৫,০০০ টাকা। এর মূল উদ্দেশ্য ছিল যাতে যাত্রীদের মধ্যে টিকিট কেটে ট্রেনে ভ্রমণের অভ্যাস গড়ে তোলা যায়। তারা যাতে টিকিট সংক্রান্ত নিয়ম মেনে চলেন এবং স্টেশন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। জানা গিয়েছে, এই ব্যাপক অভিযানে মোট ৩০৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীদের বিরুদ্ধে টিকিটবিহীন ভ্রমণ, অনিবন্ধিত লাগেজ বহন এবং রেল চত্বরে থুতু ফেলার মতো অপরাধের অভিযোগ আনা হয়। তবে ফাইন তোলার পাশাপাশি ট্রেনযাত্রা নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়াও নিয়েছে রেল। সরাসরি, যাত্রীদের মুখ থেকে যাত্রার অভিজ্ঞতা নেওয়া এমনকি বিভিন্ন স্টেশনে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছেন রেল আধিকারিকরা। পূর্ব রেলের মতে, এতে শিয়ালদহ ডিভিশন এবং পূর্ব রেলের সামগ্রিকভাবে উন্নতি ঘটবে।