• ২ ঘণ্টায় ভেসে যাবে ২ জেলা, ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়, একটানা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির চরম সতর্কতা ...
    আজকাল | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরেও বৃষ্টির তাণ্ডব পিছু ছাড়ছে না। আগেভাগেই মৌসম ভবন সতর্ক করেছে, দেশজুড়ে সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বর্ষা জুড়ে একটানা তুমুল বৃষ্টির জেরে রাজ্যে রাজ্যে চরম দুর্ভোগ জারি রয়েছে। এখনও বন্যা পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায়। এর মধ্যেই আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলায়। বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দুপুর তিনটের পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় ঝকঝকে রোদের দেখা পাওয়া গেলেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

    আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। 

    অন্যদিকে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও জারি রয়েছে হলুদ সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 

    আগামী দুদিন অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। ওই দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। 

    অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে। রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে, সোমবার পর্যন্ত, কালিম্পংয়ে, মঙ্গলবার কোচবিহারে ও আগামী সোমবার দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এই সময়ের মধ্যে এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা না থাকলেও আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (আজকাল)