মুম্বইতে মানববোমা হামলার হুমকি! ২৪ ঘণ্টার মধ্যে নয়ডা থেকে গ্রেপ্তার ‘গুণধর’
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
৬ সেপ্টেম্বর, নয়াদিল্লি: শুক্রবার মানববোমা হামলার হুমকি মেসেজ ঘিরে সরগরম ছিল মুম্বই। বাণিজ্য নগরীতে অনন্ত চতুর্দশীর দিন ৪০০ কেজি আরডিএক্স দিয়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি এসেছিল খোদ পুলিসের কাছে। আশঙ্কা করা হচ্ছিল, এর পিছনে রয়েছে লস্কর-ই-জেহাদির হাত। মেসেজ পেয়েই তড়িঘড়ি তার উৎস খুঁজতে শুরু করে পুলিস। আর এরপরেই শনিবার নয়ডা থেকে গ্রেপ্তার করা হল এক গুণধরকে।জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অশ্বিনী কুমার (৫১)। পেশায় জ্যোতিষী ওই ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা হলেও, গত পাঁচ বছর ধরে নয়ডায় রয়েছেন। তাকে নয়ডার সেক্টর ১১৩ থেকে পাকড়াও করার পর মুম্বই পুলিসের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে ওই ব্যক্তি মুম্বই পুলিসের ট্রাফিক বিভাগের কাছে এমন বিপজ্জনক মেসেজ পাঠিয়েছিলেন তা তদন্ত করে দেখছে পুলিস।উল্লেখ্য বিষয় হল, হুমকি মেসেজে লেখা হয়েছিল, 'মজুত ৪০০ কেজি আরডিএক্স। ৩৪টি গাড়িতে প্রস্তুত ‘মানববোমা’রা। বাণিজ্যনগরীতে ঢুকে পড়েছে ১৪ জন পাকিস্তানি জঙ্গি। বিসর্জনের ভিড়ের মধ্যেই একের পর এক বিস্ফোরণে ‘কেঁপে’ উঠবে মুম্বই। এক কোটি মানুষের মৃত্যু হবে! নাশকতার এই গোটা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে ‘লস্কর-ই-জেহাদি’।শুক্রবার এই মেসেজ পাওয়ার পরেই শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে দেয় মুম্বই পুলিস। উৎসবের মধ্যেই এমন হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বাণিজ্যনগরীতে। পুলিস জানিয়েছে, শনিবারের গণেশ বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মুম্বই। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকড়াও হল মূল অভিযুক্ত।