সিসিটিভি ফুটেজেই বাজিমাত, ভিডিও ক্লিপিংসে দেখে 'চোর' ধরলেন ব্যবসায়ীরা
বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রায় তিন সপ্তাহ আগে চুরির ঘটনা ঘটেছিল ময়নাগুড়ি রোড এলাকায়। কিন্তু দোকানে চুরি হলেও তার কোনও সুরাহা পাননি ওই দোকানি। অবশেষ আজ শনিবার পাকড়াও করা হল চোরকে। দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখেই চোরকে শনাক্ত করা হয়। এরপরই পাকড়াও করা হয় তাকে।স্থানীয় সূত্রে খবর, চুরির সিসিটিভির ফুটেজ ব্যবসায়ী সমিতির গ্রুপে আগেই পাঠিয়েছিলেন চুরি হওয়া দোকানের মালিক। ওই গ্রুপে থাকা অন্য ব্যবসায়ীরাও ভিডিও দেখে মুখ চিনে রেখেছিলেন চোরের। শনিবার ময়নাগুড়ি বাজারে সেই অভিযুক্তকে দেখতে পান ব্যবসায়ীরা। ফের একবার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে ময়নাগুড়ি নতুন বাজারের ব্যবসায়ীরা আটকে রাখেন অভিযুক্তকে। এরপর ময়নাগুড়ি থানার পুলিসের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একাধিক এটিএম কার্ড উদ্ধার হয়েছে।নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, “ময়নাগুড়ি রোড এলাকায় যেদিন চুরি হয়, সেদিন আমাদের গ্রুপে চুরির সিসি টিভি ফুটেজ দিয়ে দেওয়া হয়। দোকানে চুরি করছে যে ব্যক্তিকে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তাকেই শনিবার নতুন বাজারে দেখতে পাওয়া যায়। সিসিটিভি র ফুটেজ দেখে তাকে আটকে রাখা হয়। অভিযুক্ত একটি দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা প্রশাসন তদন্ত করে দেখুক।”