• নিখোঁজ বালকের দেহ উদ্ধার হতেই উত্তাল তেহট্ট, গণপিটুনিতে মৃত্যু প্রতিবেশী দম্পতির
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: শনিবার সাতসকালে নদীয়ার তেহট্টে চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ বালকের দেহ উদ্ধার ঘিরে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল তেহট্টের নিশ্চিন্তপুর এলাকা। বালকের দেহ উদ্ধার হতেই অভিযুক্ত ২ জনকে গণপিটুনি দেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধেই। জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিল নিশ্চিন্তপুর এলাকার ৯ বছরের এক বালক। দিনভর তাকে খোঁজার পরেও কোনও হদিশ পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে একটি পুকুর থেকে প্ল্যাস্টিক বন্দী অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় জনতার রোষ গিয়ে পড়ে ওই বালকের প্রতিবেশী মণ্ডল পরিবারের উপর। অভিযোগ ওই শিশুকে খুন করা হয়েছে সন্দেহে উৎপল মণ্ডল এর পরিবারের তিনজনকে বাড়ির বাইরে বের করে এনে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পাশাপাশি ওই পরিবারের এক আত্মীয়ের দোকানেও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই দম্পতি পাচারচক্রের সঙ্গে যুক্ত ছিল।গণপিটুনির পর গুরুতর জখম অবস্থায় মণ্ডল পরিবারের সদস্যদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উৎপল মণ্ডল ও সোমা মণ্ডল নামে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গোটা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিস সুপার গ্রামীণ, মহকুমা পুলিস আধিকারিক সহ বিশাল পুলিস বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)