• রাজস্থানে চারতলা বাড়ি ভেঙে মৃত্যু বর্ধমানের ২ জনের, পূর্বস্থলীর গ্রামে শোকের ছায়া
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: জয়পুরের সুভাষচকে চারতলা পুরানো বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে শুক্রবার রাতে ধসে পড়ে ওই জরাজীর্ণ বাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। জখম আরও ৫। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতরা দুজনেই এরাজ্যের বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। সম্পর্কে তাঁরা বাবা ও মা। মৃতদের নাম প্রভাত বাগদী (৩৫) ও তাঁর মেয়ে পিউ বাগদী (৫)।  এছাড়া, জখমরা হলেন বাসুদেব বাগদী, স্ত্রী সুপর্না বাগদী, দুই ছেলে ঋষি বাগদী (৬) ও সোনু বাগদী (৪)। এর মধ্যে বাসুদেবের দুটি পা ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েই, শনিবার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর কাশীপুর গ্রামে যান। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি৷ মৃতদের পরিবারের পাশে রয়েছি।”
  • Link to this news (বর্তমান)