• শহরে একের পর এক চুরি, শিয়ালদহে ট্রেন থেকে নামতেই ধৃত দুই অভিযুক্ত, তিন মাস অন্তর মুম্বই থেকে অপারেশন চালাত অভিযুক্তরা
    বর্তমান | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বই থেকে  কলকাতায় এসে  বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চুরি করত তারা। বেশ কয়েকটি চুরির ঘটনার পর তারা কিছুদিনের জন্য গা ঢাকা দিত। ফিরে যেত নিজের রাজ্যে। মাস তিনেক পর নাম বদলে ফের কলকাতায় এসে শুরু করত চুরি। এভাবেই বিভিন্ন বাড়ি, আবাসনে ঢুকে দামি জিনিসপত্র, সোনাদানা, টাকা সাফ করত তারা। শেষ পর্যন্ত গোয়েন্দাদের জালে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত সৌরভ যাদব ও ইউসুফ আলি। শুক্রবার সকালে লালগোলা থেকে কলকাতায় আসামাত্র শিয়ালদহ স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করেছে লালবাজার। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মুম্বই ও পুনে পুলিসের একাধিক থানায় দুই অভিযুক্তের নাম রয়েছে। দুই অভিযুক্তের বাড়িই মুম্বইয়ে। এর আগেও তারা বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিল চুরির অভিযোগে। জামিন পেয়ে বাইরে বেরিয়ে ফের চুরির ধান্দায় মাতে তারা। মুম্বই ও পুনে শহরে একপ্রস্থ চুরির পর চলে আসত কলকাতায়। যাতে সেখানকার পুলিস তাদের নাগাল না পায়। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতে গিয়েও তারা একই কাজ করেছে বলে অভিযোগ। সম্প্রতি ডেরা বেঁধেছিল মুর্শিদাবাদের লালগোলায়। রীতিমতো ডেইলি প্যাসেঞ্জারি করে একের পর এক অপরাধ করে বেড়াচ্ছিল তারা। লালগোলায় তাদের থাকার খবর পান লালবাজারের গোয়েন্দারা। তাদের নতুন মোবাইল নম্বর হাতে আসে তাঁদের। তার সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন, শুক্রবার তারা শিয়ালদহে আসছে। সেইমতো গোয়েন্দারা পৌঁছে যান স্টেশনে। তারা আসা মাত্র ধরা পড়ে যায়। বেহালায় একটি চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে সেখানকার ওই ফ্ল্যাটে তারা চুরি করেছিল বলে অভিযোগ। হাতিয়েছিল কয়েক লক্ষ টাকার গয়না। কলকাতার আর কোথায় কোথায় তারা চুরি করেছে, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)