• স্কুলে মারপিট, বুকে বেঁধা ছুরি নিয়েই থানায় নাবালক!
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুকে বিঁধে আছে ছুরি! সেই নিয়েই থানায় হাজির ১৫ বছরের স্কুলছাত্র। হতবাক পুলিশকর্মীরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে প্রাণে বাঁচালেন নাবালককে।

    জানা গিয়েছে, দিল্লির পাহাড়গঞ্জে সর্বোদয় বাল বিদ্যালয়ের সামনে ঘটেছে ওই ঘটনা। বৃহস্পতিবার দিল্লির ওই স্কুলের গেটের বাইরে তিনজন মিলে ওই কিশোরকে ছুরি নিয়ে আক্রমণ করে। তিন অভিযুক্ত নাবালককেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুরনো ঝামেলার প্রতিশোধের উদ্দেশ্যেই এই আক্রমণ চালানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, বুকে ছুরিবিদ্ধ অবস্থায় পাহাড়গঞ্জ থানায় আসে ওই নাবালক। দ্রুত তাকে কলাবতী সরণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরএমএল হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই ডাক্তাররা সফলভাবে অস্ত্রটি বের করেছেন বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত সকলেই নাবালক। তাদের সকলের বয়স পনেরো থেকে ষোল বছরের মধ্যে। আক্রান্ত নাবালক নিজের বয়ানে জানিয়েছে, কিছুদিন আগেই স্কুলের মধ্যে একটি ঝামেলায় জড়িয়ে পরে তারা। সেই ঝামেলার প্রতিশোধ নিতেই আক্রান্ত ছাত্রটিকে আক্রমণ করে অভিযুক্ত তিন জন। দু’জন মিলে আক্রান্ত যুবককে চেপে ধরে এবং মূল অভিযুক্ত তার বুকে ছুরি মারে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সূত্রের খবর মারফত তল্লাশি চালিয়ে তিন ঘণ্টার মধ্যেই সকল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)