• দুয়ারে পুজো, সপ্তাহান্তে ভাসবে দক্ষিণবঙ্গ? কী জানাল আবহাওয়া দপ্তর?
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: পুজোয় বাংলা বৃষ্টিতে ভাসবে কি না, এখন সবচেয়ে বড় প্রশ্ন? এদিকে পুজোর মরশুমে কেনাকাটি শুরু করেছে বাঙালি। কিন্তু বৃষ্টি শপিংয়ের বাধা হয়ে দাঁড়াবে না তো?  আপাতত স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না। তবে নতুন সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

    মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর রয়েছে। উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত তা বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে । তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তবে খুশির খবর আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বৃষ্টি হবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বজ্রপাতের মেঘ তৈরি হবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সোমবার থেকে সেই পরিমাণ বাড়বে। এদিকে আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শহরে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    অন্যদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের জেলায়। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলেছে জানিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (প্রতিদিন)