রাতভর চাঁচল থানার সামনে ধরনা, ‘কিছু হলে IC দায়ী’, বললেন অসুস্থ খগেন মুর্মু
প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৫
বাবুল হক, মালদহ: রাতভর ধরনা, তীব্র রোদে দিনের বেলাতেও ঠায় বসে থানার সামনে। তার জেরে অসুস্থ হয়ে পড়লেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁকে তড়িঘড়ি ধরনাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হল চাঁচল হাসপাতালে। অসুস্থ দলের আরও এক মহিলা কর্মীও চিকিৎসাধীন বলে খবর। তবে এই পরিস্থিতির জন্য পুলিশকে দায়ী করেছেন খগেন মুর্মু। তাঁর মন্তব্য, ”আমার বা দলের কারও কিছু হলে দায়ী থাকবেন থানার আইসি।” এরপর অবশ্য তিনি টানা ২২ ঘণ্টা পর ধরনা প্রত্যাহার করে নেন।
সপ্তাহখানেক আগে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে মালদহের চাঁচল। তার জেরে গ্রেপ্তার করা হয় ৫ বিজেপি কর্মীকে। তাতেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ধৃতদের মুক্তির দাবি ও চাঁচল থানার আইসির সঙ্গে দেখা করতে চেয়ে শুক্রবার রাতভর চাঁচল থানার সামনে ধরনায় বসেছেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে বলে অভিযোগ সাংসদের।
রাতের পর সকালেও তীব্র রোদের মধ্যে তিনি থানার সামনেই বসেছিলেন। সঙ্গে দলের অন্যান্য কর্মী, সমর্থকরাও ছিলেন। আইসির সঙ্গে বারবার দেখা করার জন্য তাঁরা আবেদন জানালেও আইসি সাক্ষাৎ করেননি বলে অভিযোগ। রোদে বসে থাকতে থাকতে বিজেপির এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সামলাতে গিয়ে এরপর নিজেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি সাংসদ। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অসুস্থতার পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন খগেন মুর্মু।