• ‘দাগি’রা বসতে পারবেন পরীক্ষায়? কী জানালেন SSC চেয়ারম্যান?
    প্রতিদিন | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনও ‘দাগি অযোগ্য’ যাতে SSC পরীক্ষায় (SSC Recruitment Exam) বসতে না পারেন, কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ১ হাজার ৮০৬ জনকে ইতিমধ্যে ‘দাগি অযোগ্য’ হিসাবে চিহ্নিত করে তালিকা দিয়েছে এসএসসি। তা সত্ত্বেও সত্যি কি ‘দাগি’মুক্ত হবে রবিবারের স্কুল সার্ভিস কমিশন? স্বাভাবিকভাবে সময় যত এগোচ্ছে, ততই যেন জোরাল হচ্ছে সে প্রশ্ন। শনিবারের সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে যুক্তি দিলেন কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার।

    সিদ্ধার্থবাবুর দাবি, “প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল। এমনও উদাহরণ আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর তার ফল বেরল না। দেখা গেল তার কোনও গণ্ডগোল ছিল। তবে সেটা কোনও কথা নয়।” বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ফের পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই অনুযায়ী দু’দফায় এসএসসি পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা। ওই পরীক্ষায় যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক কমিশন।

    পরীক্ষার্থীদের নথিপত্র খতিয়ে দেখতে পরীক্ষা শুরুর ঘণ্টাদুয়েক আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দিয়েছে এসএসসি। এবারের এসএসসি পরীক্ষায় যাতে কোনও বেনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এবার প্রশ্নপত্রে থাকছে বার কোড, যা স্ক্যান করলেই বোঝা যাবে অ্যাডমিট কার্ডটি আসল কিনা। কেউ প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছেন কিনা ? তাও এসএসসি বুঝতে পারবে সহজেই। ওয়াকিবহাল মহলের মতে, তা সত্ত্বেও ‘দাগি অযোগ্য’দের পরীক্ষায় বসা আটকানোই যেন বড় চ্যালেঞ্জ।
  • Link to this news (প্রতিদিন)