• কলকাতায় বদল আসছে পার্কিং ব্যবস্থায়, ১৪টি রাস্তায় দায়িত্ব বণ্টন হবে ই-অকশনে
    হিন্দুস্তান টাইমস | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতার রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনতে চলেছে পুরসভা। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ রাস্তায় মোট ৪৮২টি পার্কিং স্পট পরিচালনার জন্য আর টেন্ডার নয়, সরাসরি ই-অকশনের মাধ্যমে বেসরকারি এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি শিগগিরই মেয়র পরিষদের বৈঠকে অনুমোদন পাবে বলে পুরসভা সূত্রে খবর।


    পুরসভা জানিয়েছে, এতদিন ধরে পার্কিং লটের দায়িত্ব বণ্টন হতো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। তবে রাজ্য সরকারের নির্দেশে ই-অকশনকেই এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এবার প্রথমবার পার্কিং বিভাগ এই পথে হাঁটতে চলেছে।

    পুরসভার এক কর্তা জানান, ‘শহরের ১৪টি রাস্তার ১৮টি জায়গায় সরকারি ভাবে পার্কিং লট তৈরি হবে। সেগুলি বণ্টনের জন্যই এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় পার্কিং ব্যবস্থায় এটাই প্রথম নিলামভিত্তিক পদক্ষেপ।’ শহরের যেসব এলাকায় এই নতুন নিয়ম চালু হতে চলেছে তার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন টেগোর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্থান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন, গড়িয়াহাট রোড ফ্লাইওভারের নীচের অংশ এবং ই এম বাইপাস লাগোয়া অজয়নগর, ঘোষপাড়া ও মুকুন্দপুর।

    বিশ্ববাংলা সরণি তথা ই এম বাইপাস কলকাতা পুরসভার হাতে আসার পর এই প্রথম ওই অঞ্চলেও সরকারিভাবে পার্কিং লট তৈরি হতে চলেছে। শুধু বাইপাস সংলগ্ন অজয়নগর, ঘোষপাড়া ও মুকুন্দপুর মিলিয়ে প্রায় ৯০টি গাড়ি রাখার মতো জায়গার ব্যবস্থা থাকবে। পুরসভার বিজ্ঞাপন বিভাগ আগেই পার্ক স্ট্রিটের আলোকসজ্জার গেটের বিজ্ঞাপন বণ্টনে ই-অকশন পদ্ধতি ব্যবহার করেছিল। এবার পার্কিং ব্যবস্থাপনাতেও সেই ধারা শুরু হতে চলেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)