রবিবারে SSC পরীক্ষায় কঠোর নিয়ম, কী করা যাবে, কী করা যাবে না? দেখে নিন একঝলকে
হিন্দুস্তান টাইমস | ০৬ সেপ্টেম্বর ২০২৫
প্রায় নয় বছর পর স্কুল সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষা আয়োজন করতে চলেছে। পূর্ববর্তী পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ ওঠার পর এবার কমিশন প্রশ্নফাঁস রুখতে একাধিক কঠোর ব্যবস্থা নিয়েছে। পরীক্ষার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ। রবিবারে অনুষ্ঠিত হবে নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে প্রতিটি সেন্টারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে এসএসসি। এছাড়াও ওএমআর নিয়ে রয়েছে বিশেষ নির্দেশ। জেলায় জেলায় এই সংক্রান্ত গাইডলাইন পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
পরীক্ষার হলে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ ডিভাইস ইত্যাদি নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষকদের এবং ইনভিজিলেটরদের ওপরও বিশেষ নজরদারি রাখা হবে, যাতে তাদের মাধ্যমে কোনও অনিয়ম না ঘটে। নিরাপত্তা জনিত কারণে দশটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। প্রতি পরীক্ষার্থীকে চেক করে হলে ঢোকাতে সময় লাগবে বলে এই ব্যবস্থা।
এই বছর ওএমআর শিট দুই ভাগে বিভক্ত থাকবে। মূল কপি এবং কার্বন কপি। পরীক্ষার্থীরা মূল কপি জমা দেবে এবং কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবে। এর ফলে ফলাফল প্রকাশের পর কোনো বিতর্ক তৈরি হলে তারা সহজেই নিজেদের উত্তরপত্র যাচাই করতে পারবে।
আরও পড়ুন - তাজমহলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে যমুনার জল, পাঞ্জাবে ভেসে গেল ৫০ কিমি বর্ডার