• গুজরাটের শক্তিপীঠে ভয়াবহ দুর্ঘটনা, রোপওয়ে ছিঁড়ে মৃত ৬
    এই সময় | ০৬ সেপ্টেম্বর ২০২৫
  • গুজরাটের পাভাগড়ে রোপওয়ে ছিঁড়ে মৃত্যু ৬ জনের। পাভাগড়ে পাহাড়ের উপরে শক্তিপীঠ রয়েছে। সেখানে কালী মন্দিরে দর্শন করার জন্য ভিড় জমান পুণ্যার্থীরা। শনিবার বিকেলে সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।

    গুজরাটের পাভাগড় বিখ্যাত শক্তিপীঠ। সারা দেশ থেকে বহু পুণ্যার্থী পাভাগড় পাহাড়ের উপরে থাকা এই কালীমন্দিরে পুজো দিতে আসেন। এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রোপওয়ে ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দড়ি ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। জেলাশাসকের অফিসের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু রয়েছে। তাঁদের মধ্যে ২ জন লিফ্টম্যান এবং ২ জন কর্মী রয়েছেন।

    এই ঘটনার খবর পাওয়ার পরেই এলাকায় যায় স্থানীয় পুলিশ ও দমকল বিভাগ। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই দুর্ঘটনার কেন ঘটল, কার গাফলতি এর জন্য দায়ী, তা খুঁজে বের করতে শুরু হয়েছে তদন্ত।

  • Link to this news (এই সময়)