স্কুল থেকে বেরোতেই বুকে ছুরির কোপ! তিন বন্ধু মিলে নাবালকের সঙ্গে যা করল...
আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ভয়াবহ কাণ্ড। বৃহস্পতিবার দুপুরে স্কুলের গেটের সামনে এক কিশোরকে ছুরির আঘাতে রক্তাক্ত করে তিন জন নাবালক। জানা গিয়েছে, ঘটনায় গুরুতর জখম হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে ওই ছাত্র। তবে পুলিশ একই দিনে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে পাহাড়গঞ্জের সর্বোদয় বাল বিদ্যালয়ের সামনে। পুলিশ সূত্রে খবর, ১৫ বছরের ওই ছাত্র মূলত প্রতিশোধমূলক হামলার শিকার। স্কুলের সামনে রক্তাক্ত অবস্থায় আহত হতে হয় তাকে। জানা গিয়েছে, ছুরি বুকে বিঁধে থাকা অবস্থাতেই সে পাহাড়গঞ্জ থানায় পৌঁছয়। এরপর তাকে দ্রুত কালাওয়াতি সারন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরএমএল হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে ছুরিটি বের করেন।
পুলিশকে দেওয়া বয়ানে আহত কিশোর জানিয়েছে, অভিযুক্তদের একজন ওই নাবালককে স্কুলের গেটের সামনে ডেকে আনে। এরপর বাকি দুজনকে নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। সেই সময় এক নাবালক ছুরি মারে, অন্যরা তাকে চেপে ধরে রাখে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বিয়ারের বোতলও উদ্ধার করেছে পুলিশ, যা দিয়ে ভয় দেখানো হয়েছিল বলেই জানা গিয়েছে। পুলিশ তদন্তে উঠে এসেছে, এই হামলার পেছনে রয়েছে পুরোনো শত্রুতা। মূল অভিযুক্তের অভিযোগ, ওই নাবালক ঘটনার কয়েক দিন আগে অন্য একদল ছেলেকে তার উপর হামলা চালাতে উস্কে দিয়েছিল। অভিযান চালিয়ে মাত্র তিন ঘণ্টার মধ্যে তিন নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগে মিরাটের মাওয়ানার কৃষক ইন্টার কলেজে সহপাঠীদের হাতে বেধড়ক মার খেতে হয় এক ছাত্রকে। গোটা ঘটনাটি কলেজ ক্যাফেটেরিয়ার কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আহত ছাত্র আজিমের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালীন আজিমের সহপাঠী দানিশ অভিযোগ করে যে আজিম নাকি তার শার্টে কলম চালিয়েছিল। আজিম এই অভিযোগ অস্বীকার করলে দানিশ প্রথমে ক্লাসরুমেই তাঁকে মারধর করে এবং আরও হুমকি দেয়। প্রায় দুপুর ১টা নাগাদ, আজিম যখন ক্লাস থেকে বেরিয়ে খাবার খাচ্ছিল, তখন দানিশ তার দাদাকে সঙ্গে নিয়ে ফিরে আসে। আজিমের উপর হামলা চালায়।
আক্রমণের সময় আজিমের ব্যাগ ছিঁড়ে যায় এবং তিনি একাধিক আঘাত পান। তাঁকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রী এবং দোকানদাররা ছুটে এসে আজিমকে রক্ষা করেন। তবে হামলাকারীরা যাওয়ার সময় আজিমকে হুমকি দেয় যে, ‘এবার বেঁচে গিয়েছ, কিন্তু পরের বার রক্ষা পাবে না’। আহত ছাত্রের মা মাওয়ানা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া, ছেলের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা এবং মামলা রুজুর দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।