• রেকর্ড গড়লেন লেফটেন্যান্ট পারুল ধড়ওয়াল, ভারতীয় সেনায় বিরল নজির
    আজকাল | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড গড়লেন লেফটেন্যান্ট পারুল ধড়ওয়াল, পরিবারের পঞ্চম প্রজন্মের অফিসার হিসাবে ভারতীয় সেনায় যোগ দিলেন।

    চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি (ওটিএ) থেকে পাস করার পর, লেফটেন্যান্ট পারুল ধড়ওয়াল ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর অর্ডন্যান্স কর্পসে কমিশন লাভ করেন। তাঁর কোর্সে অর্ডার অফ মেরিটে প্রথম স্থান অর্জনের জন্য পারুল রাষ্ট্রপতির স্বর্ণপদকও পেয়েছিলেন, যা তাঁর নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

    লেফটেন্যান্ট ধড়ওয়াল তাঁর পরিবারের পঞ্চম প্রজন্ম যিনি ভারতীয় সেনায় প্রতিনিধিত্ব করছেন। পারুল ধড়ওয়াল পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার জানৌরি গ্রামর বাসিন্দা। এই অঞ্চলে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই সেনায় কর্মরত। 

    ধড়ওয়াল পরিবারের সেনাবাহিনীতে সেবার সূচনা করেছিলেন লেফটেন্যান্ট পারুলের প্রপিতামহ। ৭৪ পাঞ্জাব রেঞ্জের সুবেদার হরনাম সিং ১৮৯৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯২৪-এর ১৬ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। পারুলের প্রপিতামহ মেজর এলএস ধড়ওয়াল ৩টি জ্যাট-এর সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয় প্রজন্মের মধ্যে ছিলেন ৭টি জম্মু ও কাশ্মীর রাইফেলসের কর্নেল দলজিৎ সিং ধড়ওয়াল এবং ৩টি কুমাওনের ব্রিগেডিয়ার জগৎ জামওয়াল। এই ঐতিহ্য তাঁর বাবা, মেজর জেনারেল কেএস ধড়ওয়াল, এসএম, বিশিষ্ট সেবা পদক এবং তাঁর ভাই ক্যাপ্টেন ধনঞ্জয় ধড়ওয়াল, উভয়েই ২০ শিখ রেজিমেন্টে কর্মরত।

    ভারতীয় সেনায় একই পরিবারের দুই প্রজন্মের তিনজন কর্মরত অফিসারের এই বিরল উদাহরণ দেশের প্রতি ধড়ওয়াল পরিবারের স্থায়ী অঙ্গীকারকে তুলে ধরে।
  • Link to this news (আজকাল)