• প্যাঙ্গোলিনকে উদ্ধার করল বনদপ্তর, ছাড়া হল গোরুমারা জঙ্গলে
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, শনিবার ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কৃষি জমি থেকে প্যাঙ্গোলিন উদ্ধার। আদা চাষ করার জন্য জমিতে নেটের ঘেরা দেওয়া ছিল। ফলে সেখানে কোনওভাবে আটকে যায় প্রাণীটি। এই খবর জানাজানি হতেই প্রচুর লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় এক যুবক প্রশান্ত রায় খবর দেন বনদপ্তরে। এরপর অকুস্থলে আসেন বনদপ্তরের কর্মীরা। তারা উদ্ধার করেন প্যাঙ্গোলিনটিকে।ঘটনায় স্থানীয় বাসিন্দা প্রশান্তবাবু বলেন, আমাদের এলাকার কেশব রায়ের জমিতে প্রাণীটি কোনওভাবে জালে আটকে গিয়েছিল। বনদপ্তরে খবর দেওয়ার পর তাঁরা এসে সেটিকে উদ্ধার করেছে। অপরদিকে, রামশাই বন দপ্তরের মোবাইল রেঞ্জের রেঞ্জার ভূপতি শীল বলেন,প্রাণীটি কোনওভাবে জঙ্গল থেকে চলে এসেছে। সেটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছে। পরে প্যাঙ্গোলিনটিকে গোরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)