• বেদী থেকে উধাও মণীষী পঞ্চানন বর্মার মূর্তি! শোরগোল কোচবিহারে
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কোচবিহার: মণীষী পঞ্চানন বর্মার মূর্তি গায়েব হওয়ার ঘটনায় শনিবার দিনভর চাঞ্চল্য রইল কোচবিহারে। এই মহান নেতার তিরোধান দিবসের প্রায় ৭২ ঘণ্টা আগে তাঁর মূর্তি গায়েব হয়ে যাওয়া নিয়ে এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। মূর্তি লোপাটের এই ঘটনা ঘটেছে কোচবিহার-১ ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে দেখা যায় রাস্তার পাশের বেদী থেকে উধাও মূর্তি! এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য বিষয় হল, ৯ সেপ্টেম্বর রয়েছে পঞ্চানন বর্মার তিরোধান দিবস। প্রতিবছরই এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় কোচবিহারে। তার আগে পঞ্চানন বর্মার মূর্তি লোপাটের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ঘটনাস্থলে যান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মা সহ অন্যান্য নেতৃত্ব। মূর্তি ভাঙার প্রতিবাদে মিছিলও করেন তৃণমূল কর্মীরা।
  • Link to this news (বর্তমান)