• গুজরাটের শক্তিপীঠ পাভাগড়ে ভয়ংকর দুর্ঘটনা, পণ্যবাহী রোপওয়ে ছিঁড়ে মৃত ৬
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: গুজরাটের পাভাগড় বিখ্যাত শক্তিপীঠ। সারা দেশ থেকে বহু পুণ্যার্থী পাভাগড় পাহাড়ের উপরে থাকা এই কালীমন্দিরে পুজো দিতে আসেন। শনিবার সেখানেই ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। একটি পণ্যবাহী রোপওয়ে ছিঁড়ে মৃত্যু হল ৬ জনের। এদিন বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রোপওয়ের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পঞ্চমহলের কালেক্টর নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ২ জন লিফ্টম্য়ান এবং ২ জন সাধারণ কর্মী। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে ছুটে যান দমকল এবং পুলিশ কর্মীরা। শুরু হয়েছে উদ্ধারকাজ। কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।   

    পাভাগড় পাহাড়ের উপরে মন্দিরটি রয়েছে প্রায় ৮০০ মিটার উচ্চতায়। তীর্থযাত্রীরা হয় ২০০০ সিঁড়ি বেয়ে উঠতে পারেন অথবা রোপওয়ে ব্যবহার করে চূড়ায় পৌঁছান। যদিও কর্মকর্তাদের দাবি, খারাপ আবহাওয়ার কারণে এদিন সকাল থেকে পুণ্যার্থীদের জন্য রোপওয়ের ব্যবহার বন্ধ ছিল। যদিও কর্মীরা তা ব্যবহার করছিলেন সেটি! জানা গিয়েছে, ইমারতী সামগ্রী নিয়ে যাওয়ার সময় রোপওয়েটি ছিঁড়ে পড়ে।
  • Link to this news (প্রতিদিন)