ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা মোদির, রুশ-ইউক্রেন যুদ্ধ-সহ একাধিক ইস্যুতে আলোচনা
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই ফোনালাপে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিশ্ব কূটনীতি তথা রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। এদিন এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এবং ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।’ পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও ম্যাক্রোঁর সঙ্গে মতামত বিনিময় হয়েছে। এই তালিকায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের যাতে শান্তিপূর্ণ অবসান হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারত ও ফ্রান্সের কৌশলগত অংশীদারিত্ব বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য, মাত্র ১৫ দিনের ব্যবধানে এই নিয়ে দু’বার ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গত ২১ আগস্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন মোদি। সেই আলোচনায় শান্তিপূর্ণভাবে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত থামাতে বিস্তারিত আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। এবং ভারত ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে একাধিক বিষয় নিয়ে কথা বলেন দুই রাষ্ট্রপ্রধান।
তবে মোদির সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা এমন সময়ে হল যখন ইউক্রেনে হামলার জন্য মস্কোকে তুলোধোনা করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গোটা বিশ্বের জন্য মারাত্মক হুমকির কারণ। পুতিনকে নিষ্ঠুর শিকারী ও দানবের সঙ্গে তুলনা করেন তিনি। এছাড়া রাশিয়ার উচ্চাকাঙ্খার পালটা ইউরোপকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন ম্যাক্রোঁ।