• অতিবর্ষণে বিধস্ত জম্মু ও উত্তর কাশী, পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টিতে জম্মু ও উত্তর কাশীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখা ও উত্তর কাশির স্বেচ্ছাসেবকরা দুর্গত পরিবারগুলিকে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিগত কয়েকদিন ধরে।

    এই কাজে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন জুগল কিশোর শর্মা এবং জম্মুর প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি কিশনপুর, কানহা পোতা, কনইয়ালা, ছুর্তা, ঝাঝর কোটলি, মান্ড, দানসাল এবং বজালতাত। এখানকার পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার, রেশন ও ত্রিপল।

    ভারত সেবাশ্রম সংঘের জম্মু-কাশ্মীর শাখার সম্পাদক শ্রীমৎ স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজ জানান, “আমাদের উদ্দেশ্য বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। এই ত্রাণসামগ্রী হয়তো সীমিত, তবে তা পরিবারগুলিকে তাৎক্ষণিক চাহিদা মেটাতে এবং বিপর্যয় থেকে সামলে উঠতে সাহায্য করবে।” সংসদ সদস্য জুগল কিশোর শর্মা বলেন, “অতিবৃষ্টির ফলে গ্রামের মানুষ ভীষণ কষ্টে আছেন। এই সাহায্য তাদের কাজে লাগবে।” একই সঙ্গে প্রাক্তন মেয়র চন্দ্র মোহন গুপ্ত বলেন, “স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আহ্বান জানাই যেন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকে।”

    ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “দুর্গত এলাকার মানুষদের উদ্ধার কাজের পাশাপাশি তাদের জামা কাপড়, খাবার, ত্রিপল সহ সব ধরনের প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে।”
  • Link to this news (প্রতিদিন)