• ফের যোগীরাজ্যে বুলডোজার শাসন! এবার বিশ্ববিদ্যালয়ের ‘অবৈধ নির্মাণ’ ভাঙল প্রশাসন 
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের বুলডোজাররাজ! সরকারি জমিতে বেআইনি নির্মাণ ও জমি দখলের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের শ্রী রামস্বরূপ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। শনিবার বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলল প্রশাসন! অবৈধ উপায়ে অধিকৃত সরকারি জমিতে পশু গবেষণাগারের পাশাপাশি বেশ কয়েকটি গুদামঘর ও অন্যান্য অবৈধ নির্মাণও ভাঙা হয়েছে বলে জানা গিয়েছে।

    কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনাও সামনে এসেছে। তাতে আহত হন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বেশ কিছু সদস্যও। এই  নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনায় বিরোধীরা ক্ষুব্ধ তো বটেই, বিজেপির নেতাদের একাংশও ‘ডবল ইঞ্জিন’ সরকারের কাজে বিরক্ত।

    বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে প্রায় ৬ বিঘা সরকারি জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে। যার মধ্যে পুকুর, নালা, ফাঁকা জমি এবং সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণের প্লটও রয়েছে। বেআইনি নির্মাণ নিয়ে রাজস্ব দপ্তরের জমি জরিপ ও নোটিশ জারির পর প্রশাসনের তত্ত্বাবধানে কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে ভেবে বিকেল সাড়ে ৪টা নাগাদ অবৈধ নির্মাণ ভাঙচুরের কাজ শুরু হয়। বুলডোজার দিয়ে ক্যাম্পাসের ভেতরে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। রাজস্ব দপ্তরের তদন্তে তহসিলদার আদালত বিশ্ববিদ্যালয়কে ২৭.৯৬ লাখ টাকা জরিমানা করে এবং ৩০ দিনের মধ্যে অবৈধ দখল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)