• ‘রাজ্যজুড়ে হবে স্টেডিয়াম’, উত্তরপ্রদেশ টি-২০ ফাইনালের সূচনা করে বড় আশ্বাস যোগী
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল: ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশ টি-২০ ফাইনালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরপ্রদেশ টি-২০ লিগ রাজ্যের তরুণদের জন্য অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। শুধু তাই নয়, গোটা রাজ্যজুড়ে তাঁর সরকার অনেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

    শনিবার উত্তরপ্রদেশ টি২০ লিগের ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল কাশী রুদ্রাস এবং মিরাট ম্যাভেরিক্সের মধ্যে। ম্যাচ দেখতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নয়া মাত্রা যোগ করে। যোগী আদিত্যনাথের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজ্যের মন্ত্রী ও অন্যান্য সরকারি আধিকারিকরা। তাঁদের সঙ্গে বসে খেলা দেখেন মুখ্যমন্ত্রী।

    ম্যাচ শুরু আগে ঘণ্টা বাজিয়ে এবং রোবট কুকুরের থেকে কয়েন ছুড়ে ম্যাচের সূচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিসিসিআইয়ের সহ-সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন পুষ্পস্তবক। আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে খেলাধুলার প্রচারের জন্য ব্যাপক কাজ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় বারাণসীতে নির্মিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি এই বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে, যার ৭০% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অযোধ্যা এবং গোরক্ষপুরেও স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, অন্যদিকে মিরাটে ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

    রাজ্যের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অগ্রগতির প্রশংসা করে যোগী আরও বলেন, “এখন প্রতিটি গ্রামে খেলার মাঠ, প্রতিটি ব্লকে মিনি স্টেডিয়াম এবং প্রতিটি জেলার স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। প্রবীণ খেলোয়াড়দের কোচ হিসেবে নিয়োগ করে উঠতি খেলোয়াড়দের তৈরি করার পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে।” তিনি বিসিসিআইকে অনুরোধ করেন, “২৫ কোটি জনসংখ্যার উত্তরপ্রদেশে কমপক্ষে দুটি দল দেওয়া হোক, যাতে স্থানীয় খেলোয়াড়রা আরও সুযোগ পান।”
  • Link to this news (প্রতিদিন)