সুমন করাতি, হুগলি: একদা সিপিএমের ভুল শিল্প ও জমিনীতির কারণে হুগলির সিঙ্গুর থেকে চলে গিয়েছিল টাটার ন্যানো। শনিবার সেই হুগলির সুগন্ধার আধুনিক কারখানার মাটি থেকেই এক লাখ টাকার নতুন প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি আনার কথা ঘোষণা করল বাঙালি সংস্থা সাইনোসিওর। রীতিমত চমকে দিয়ে তাদের তরফে সুসংবাদ, কালীপুজোর পর গাড়ির লুক রিলিজ হবে। আর নতুন বছরের গোড়ার দিকে প্রথম গাড়ি উদ্বোধন হবে।
বস্তুত, ন্যানোর থেকেও আধুনিক প্রযুক্তির গাড়ি এক লাখ টাকা দামে আনার খবরে চর্চা শুরু হয়েছে। ‘বাঙলার শিল্প, বাঙালির শিল্প’ শ্লোগান দিয়ে কারখানার অনুষ্ঠান থেকে ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে। এদিন এখানে উপলক্ষ ছিল, এই সংস্থার তৈরি ‘টিফোজ’ ব্র্যান্ডের ইলেকট্রিক থ্রি হুইলার উদ্বোধন। ছিলেন মন্ত্রী জাভেদ খান, উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ প্রমুখ।