• রাজস্থানে দুর্যোগ, বাড়ি ভেঙে শিশুকন্যা-সহ মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
    প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • অভিষেক চৌধুরী, কালনা: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের। রাজস্থানের জয়পুরে ভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে শিশুকন্যা-সহ মৃত্যু হল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক বাসিন্দা। ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। তবে তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের কাশীপুরের বাসিন্দা প্রভাত বাগদি। কাজের জন্য পরিবার নিয়ে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন তিনি। স্ত্রী সুমিত্রা বাগদি, ৫ বছরের মেয়ে পিউ এবং এলাকার বাসিন্দা বাসুদেব বাগদি, সুপর্ণা বাগদি, সোনু বাগদি, ঋষি বাগদিরাও তাঁর সঙ্গে গিয়েছিলেন। সুভাষচক এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন প্রভাত। গত কয়েকদিন ধরে সেখানে প্রবল বৃষ্টি চলছিল। আর তাতেই ভাড়া বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপে আটকে মৃত্যু হল প্রভাত ও তাঁর ৫ বছরের মেয়ে পিউ। আহত হয়েছেন স্ত্রী সুমিত্রা-সহ ৫ জন।

    প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ভাঙার খবর পেয়েই সেখানে ছুটে যায় রাজস্থানের বিপর্যয় মোকাবিলা দল। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু হয়। হাত লাগায় স্থানীয় প্রশাসনও। এখনও পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের কাশীপুর গ্রামে। মৃতের পরিজনদের অভিযোগ, এলাকায় কাজ নেই, তাই বাধ্য হয়েই যেতে হয়েছে ভিনরাজ্যে। খবর পেয়ে এলাকার তৃণমূল নেতৃত্ব পরিবারের পাশে দাঁড়িয়েছে। মৃতের পরিবার এবং সঙ্গীরা ফিরে এলে সবাইকে রাজ্য সরকার সাহায্য করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)