কাঁথিতে বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের, ‘পদ্মবনে’ হাহাকার!
প্রতিদিন | ০৭ সেপ্টেম্বর ২০২৫
রঞ্জন মহাপাত্র, কাঁথি: খোদ বিরোধী দলনেতার গড়েই পদ্মবনে হাহাকার! বিজেপির হাতে থাকা পঞ্চায়েত এলাকায় ফের সমবায় ভোটে বিপুল জয় পেল শাসকদল তৃণমূল। শনিবার কাঁথি- ১ ব্লকের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন ছিল। মোট ৫৩টি আসনের মধ্যে ৩৮টি আসনই জিতেছে তৃণমূল। বিজেপি ১৫টি আসন পেয়েছে। এদিন সন্ধ্যায় নির্বাচনের ফল বেরতেই তৃণমূলের কর্মী সমর্থকরা মধ্যে উচ্ছ্বাস, আবেগে ভেসে যান।
সমবায়টি যে মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, তা বিজেপির দখলে রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ১৩১৪। যার মধ্যে ভোট পড়েছে ১১৪৮টি। কাঁথি-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীতকুমার পট্টনায়ক ও রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক আমিন সোহেলের বক্তব্য, ‘‘মানুষ উন্নয়নের পক্ষে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন। এই জয় মানুষের জয়।’’
তবে তৃণমূলের এই জয়কে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডলের কথায়, ‘‘সমবায় ভোট নিয়েই মেতে থাকুক তৃণমূল। মানুষ তৃণমূলের সঙ্গে যে নেই, সেটা ওরা বুঝে গিয়েছে বলেই সমবায়ের জয় নিয়েই সান্ত্বনা পাচ্ছে।’’ তবে ওয়াকিবহাল মহলের মত, ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাঁটিতে শাসক শিবিরের এই বিপুল জয় যথেষ্ট ইঙ্গিতবাহী। ২০২৪ এর লোকসভা ভোটে কাঁথি ও তমলুক ? দুটি কেন্দ্রই বিজেপির দখলে গিয়েছিল। তা পুনরুদ্ধারে অত্যন্ত সক্রিয় তৃণমূল। আর সেই প্রচেষ্টা যে সাফল্যের পথে এগোচ্ছে, বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের সমবায় নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়েই তা স্পষ্ট।